You have reached your daily news limit

Please log in to continue


৫ স্টার হোটেলে ৪ মাস আয়েশি জীবন কাটিয়ে বিল না দিয়ে লাপাত্তা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাসিন্দা তিনি। রাজ পরিবারে চাকরিও করেন। শুধু তাই নয় রাজপরিবারের শেখ ফালাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও তার ঘনিষ্ঠতা আছে। এমন পরিচয় দিয়ে গত আগস্টে দিল্লির একটি বিলাসবহুল হোটেলে চার মাস অবস্থান করেন মোহাম্মদ শরিফ। এরপর বিল না দিয়ে লাপাত্তা ওই ব্যক্তি।

জানা গেছে, গত শনিবার ভারতের লিলা প্যালেস হোটেল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মোহাম্মদ শরিফ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও চুরির অভিযোগ করেছে। এরপর থেকেই তাকে হন্যে হয়ে খুঁজছে দিল্লি পুলিশ।

শরিফ লিলা প্যালেসের ৪২৭ নম্বর কক্ষে গত ১ আগস্ট চেক-ইন করেন এবং ২০ নভেম্বর সেখান থেকে সটকে পড়েন। হোটেলের কর্মীরা দাবি করেন, তিনি রুমের বিভিন্ন সরঞ্জাম চুরি করেছেন।

হোটেলে ওঠার সময় শরিফ আরও জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগতভাবে আবুধাবির শাসক শেখের সঙ্গে কাজ করেছেন এবং সরকারি কাজে ভারতেও ছিলেন। এমনকি তিনি একটি ব্যবসায়িক কার্ড, একটি সংযুক্ত আরব আমিরাতের আবাসিক কার্ড ও অন্যান্য ভুয়া নথিও তৈরি করেছিলেন। তিনি নিয়মিতভাবে হোটেল কর্মীদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে তার জীবন সম্পর্কে আলাপ করতেন। এসব ভুয়া কিনা তদন্ত করছে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন