লেনদেন খরার বৃত্ত থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে দেশের শেয়ারবাজার। লেনদেনের গতি বাড়ায় আগের দুই কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (১৭ জানুয়ারি) লেনদেনের আধাঘণ্টার মধ্যে একশ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।
লেনদেনের গতি বাড়ায় মূল্যসূচকেও ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলছে। ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে। আর বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন কিছুদিন আগে নিষ্ক্রিয় হয়ে পড়া কিছু বিনিয়োগকারী আবার বাজারে সক্রিয় হয়েছেন।
বড় বিনিয়োগকারীরা নিয়মিত লেনদেনে অংশ নেওয়ায় লেনদেনের গতি বেড়েছে। সেইসঙ্গে কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তেও দেখা যাচ্ছে। তবে, শেয়ারবাজারে পুরোপুরি গতি এখনো ফিরেনি। যে কারণে প্রতিদিনই অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকতে দেখা যাচ্ছে।
দাম অপরিবর্তিত থাকা এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ ফ্লোরপ্রাইসে (সর্বনিম্ন দাম) আটকে রয়েছে। যাদের কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে তারা বিক্রির চেষ্টা করেও ক্রেতার অভাবে ব্যর্থ হচ্ছেন।