সাদা বলের ক্রিকেটে ঝোড়ো ব্যাটিং করা অভ্যাস বানিয়ে ফেলেছেন রায়ান বার্ল। হারারে স্পোর্টস ক্লাবে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে বার্লের বিধ্বংসী ব্যাটিং দেখল আয়ারল্যান্ড। বার্লের ঝড়ে আইরিশদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল জিম্বাবুয়ে।
১৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ রানেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভেঙে যায়। তৃতীয় ওভারের পঞ্চম বলে তাদিওয়ানাশে মারুমানির উইকেট নেন ব্যারি ম্যাকার্থি। তিন নম্বরে ব্যাটিং করতে নামেন ক্রেগ আরভিন। দ্বিতীয় উইকেটে ইনোসেন্ট কাইয়ার সঙ্গে ৩৬ বলে ৪২ রানের জুটি গড়েন আরভিন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। ৪৩ বলে ৫৪ রান করেন জিম্বাবুয়ের অধিনায়ক।
আরভিন বিদায় নিলে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ১৭ ওভারে ৫ উইকেটে ১১৬ রান। ১৮ তম ওভার বোলিং করতে আসা জর্জ ডকরেলের শেষ তিন বলে ১৬ রান নেন বার্ল। যেখানে দুটো ছক্কা ও এক চার হাঁকান জিম্বাবুয়ের এই বাঁহাতি ব্যাটার। তাতেই মূলত ম্যাচটা নিয়ন্ত্রণে আসে জিম্বাবুয়ের। এক ওভার হাতে রেখে ৬ উইকেটে ১৪৪ রান করে স্বাগতিকেরা। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে দুটো করে উইকেট নেন ম্যাকার্থি ও বেন হোয়াইট।