নেপালের পোখরায় ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে বিমানটি পোখারার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বলে জানা যায়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে সেতি নদীর ঘাটে দুর্ঘটনাস্থলে প্রায় ২০০ নেপালি সেনা সদস্য উদ্ধার কাজ চালাচ্ছে। বিমানটিতে ৭২ জন আরোহীর মধ্যে কমপক্ষে ১৫ জন অন্য দেশের নাগরিক এবং ৪ জন ক্রু ছিলেন।