দলছুট সাত্তারের পথ পরিষ্কার, আওয়ামী লীগে অসন্তোষ

প্রথম আলো প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ১২:০৫

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে শুরু থেকে আলোচনার কেন্দ্রে ছিলেন বিএনপির দলছুট নেতা উকিল আবদুস সাত্তার ভূঞা। আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী গতকাল শনিবার নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে সাত্তারকে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কিন্তু নির্বাচনের মাঠে এখন পর্যন্ত তাঁর দেখা মেলেনি।


আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা বলছেন, সরকারি দল আবদুস সাত্তারকে নির্বাচনের মাঠে নিয়ে এসেছে। ‘ক্ষমতার লোভে’ আবদুস সাত্তারও ক্ষমতাসীনদের পাতা ফাঁদে পা দিয়েছেন। আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাঁদের বাধ্য করা হয়েছে। সরকারই এখানে সাত্তারকে জয়ী করতে চাইছে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও তিন স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে।


গতকাল বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নেতৃত্বে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেন। তাঁরা হলেন—জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ শাহজাহান আলম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us