শেষ হলো জয়া আহসানের প্রথম বলিউড সিনেমার শুটিং। ‘করক সিং’ প্রাথমিক নামে চিত্রায়ন সম্পন্ন হয়েছে ছবিটির। অনিরুদ্ধ রায় চৌধুরীর নির্মাণে এতে জয়ার সহশিল্পী হিসেবে আছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ।
গেলো বছরের ৭ ডিসেম্বর শুটিং শুরু হয় এই ছবির। সম্প্রতি তা শেষ হয়েছে। তাই ‘করক সিং’ টিমের সঙ্গে কাজ করে নিজের ভালোলাগার কথা জানালেন জয়া আহসান। এমন নির্মাতা-শিল্পীদের সঙ্গে আবারও কাজের ইচ্ছেও পোষণ করেছেন দুই বাংলাজয়ী এ তারকা।