গত ১২ জানুয়ারি বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কে পাশ কাটিয়ে সরকার নির্বাহী আদেশে পুনরায় ইউনিট প্রতি ৫ শতাংশ হারে মূল্যবৃদ্ধি করেছে। ফলে বিদ্যুতের ইউনিটপ্রতি গড় দাম বেড়েছে ৩৬ পয়সা।
গত ১৪ বছরে এ নিয়ে ১১ বারের মতো বৃদ্ধি পেলো বিদ্যুতের খুচরা দাম। এই মূল্যবৃদ্ধি জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে। এর আগে গত বছরের নভেম্বর মাসে ১০ম বারের মতো দেশে পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৯২ শতাংশ বিদ্যুতের দাম বাড়ায় বিইআরসি, যা গত ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।