বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে বকেয়া ৫৮২ কোটি টাকার ভ্যাট আদায় নিয়ে বিপাকে ঢাকা উত্তর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। একদিকে দীর্ঘদিনের বকেয়া আদায় হচ্ছে না, অন্যদিকে বকেয়া ভ্যাট আদায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে বারবার তাগিদ দিয়েও সাড়া পাওয়া যাচ্ছে না। যদিও বেবিচক কর্তৃপক্ষ বলছে, বকেয়া মূল্য সংযোজন করের (ভ্যাট) অধিকাংশই বিমানের কাছে পাওনা।
এ বিষয়ে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বেবিচক। যার অংশ হিসেবে ভ্যাট অফিস থেকে তাগিদপত্র দিতে যাচ্ছে বলে জানা গেছে। সর্বশেষ গত ১১ ডিসেম্বর এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে একটি যৌথসভায় এ বিষয়ে আবারও আলোচনা হয়। যেখানে ঢাকা উত্তর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে বকেয়া ভ্যাট আদায়ে কঠোর পদক্ষেপের বিষয়টি উঠে আসে। এর পরপরই ঢাকা উত্তর কমিশনারেট এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।