নিজের বেতন ৪০ শতাংশ কমাবেন অ্যাপলের টিম কুক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ২৩:২৬

২০২২ সালে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের বেতন নিয়ে শেয়ার মালিকদের আপত্তির পর নিজের বেতন ৪০ শতাংশ কমিয়ে আনতে রাজি হয়েছেন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির এই প্রধান।


অ্যাপল বলেছে, ২০২২ সালের বার্ষিক সভায় দুই তৃতীয়াংশের কম বিনিয়োগকারী কুকের বেতন কাঠামো সমর্থন করায় এই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।


বৃহস্পতিবার নিয়ন্ত্রকদের জমা দেওয়া নথিতে দেখা যাচ্ছে, কুকের মূল বেতন ও বোনাস আগের মতোই আছে। তার বেতন ও বোনাস যথাক্রমে ৩০ লাখ ডলার ও ৬০ লাখ ডলার।


তবে, ভবিষ্যতে তার বিভিন্ন স্টক বোনাস নির্ভর করবে আইফোন নির্মাতা কোম্পানিটি বাজারে নিজের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর তুলনায় কতোটা ভালো ফলাফল দেখাবে, সেটির ওপর।


২০২২ সালের সেপ্টেম্বর শেষে অ্যাপলের অর্থবছরের জন্য কুকের বেতন ছিল নয় কোটি ৯৪ লাখ ডলার, যা আগের বছরের নয় কোটি ৮৭ লাখ থেকে কিছুটা বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us