বিশ্বকাপ ফাইনালে ধ্বংসাত্মক আচরণ, মেসিদের বিরুদ্ধে তদন্তে ফিফা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ২২:০০

দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের শিরোপা উঠেছে আর্জেন্টিনার হাতে। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে লিওনেল মেসির অপেক্ষার অবসান ঘটলো কাতার বিশ্বকাপে। কিন্তু মেসির বিশ্বসেরা হওয়ার পেছনে লেগে রইলো বিতর্কের কালো দাগ।


এবার বিশ্বকাপ ফাইনালে অসদাচরনের দায়ে শাস্তির মুখোমুখি বিশ্বজয়ী আর্জেন্টিনা। তাদের বিরুদ্ধে ধ্বংসাত্মক আচরণের গুরুতর অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা।


বিশ্বকাপ জযের পর উৎসব করতে গিয়ে মেসিরা স্টেডিয়ামের সম্পত্তি নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে, ‘বিশ্বকাপ জেতার পরে স্টেডিয়ামের যে জায়গায় মেসিদের সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল, সেখানে ভাঙচুর করেন তারা। মেসির নেতৃত্বে পুরো দল এই অপরাধ করেছে। এছাড়া সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকারও দেননি আর্জেন্টিনার ফুটবলাররা।’ এ অভিযোগ ওঠার পরে তদন্তের নির্দেশ দিয়েছে ফিফা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us