গ্যারি ব্যালান্সের জন্য গত বৃহস্পতিবার দিনটি ছিল অন্য রকম অনুভূতির। হারারেতে জন্ম নেওয়া ব্যালান্সের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইংল্যান্ডের হয়ে। ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন ইংল্যান্ড দলেই। এরপর যেন ব্রাত্য হয়ে পড়েন সেখানে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ‘পুনর্জন্ম’ই যেন হয়েছে। সেই আয়ারল্যান্ডের বিপক্ষেই টি–টোয়েন্টি ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে জন্মভূমি জিম্বাবুয়ের দলে।
ইংল্যান্ডের মতো জিম্বাবুয়ে–অভিষেকেও জয় পেয়েছেন ব্যালান্স। কিন্তু সেই ম্যাচে হেলমেটে বল লেগেছিল তাঁর। আজ জানা গেল হেলমেটে বল লাগার পর কনকাশনের লক্ষণ দেখা গেছে।
সেই প্রভাব না কাটায় তাঁর জন্ম শহর হারারেতে আজ দ্বিতীয় টি–টোয়েন্টি জিম্বাবুয়ে দলে ছিলেন না ব্যালান্স। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যালান্সহীন জিম্বাবুয়েও জিততে পারেনি। জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১–১–এ সমতা ফিরিয়েছে আইরিশরা।