চলতি বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এবারের আসরে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন তিনি। তার অপরাজিত ৪৫ বলে ৮১ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রানের বড় সংগ্রহ দাঁড় করলো বরিশাল। টানা তৃতীয় হার ঠেকাতে হলে কুমিল্লার টার্গেট ১৭৮ রান।চলতি আসরে বিপিএলে চার ম্যাচে ১৫৬ রান তুলে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের সংগ্রাহকের তালিকায় চারে উঠে এসেছেন সাকিব আল হাসান।
১৬১ রান করে তার ওপরে আছেন আজম খান, নাজমুল হোসেন শান্ত ১৬৭ রান করে দুইয়ে আছেন আর চোটে পড়া তাওহিদ হৃদয় ১৯৫ রান করে আছেন শীর্ষে।টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও প্রথম পাওয়ারপ্লেতে দুই উইকেট হারায় বরিশাল। এরমধ্যে ওপেনিং করতে নামা মিরাজকে ৬ রানের বেশি করতে দেননি তানভীর ইসলাম।