ব্যক্তিগত কম্পিউটার বা পিসি বিক্রিতে বেহাল দশা কাটছেই না। এ নিয়ে টানা চার প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি কমল। প্রযুক্তি বাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিস, আইডিসি ও গার্টনার-এ তিন সংস্থারই প্রতিবেদনে বিক্রি হ্রাসের কথা বলা হয়েছে।
ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) বরাতে জানা গেছে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি কমেছে ২৮ শতাংশ। গার্টনার বলছে, পিসি বিক্রি কমেছে ২৮ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ক্যানালিসের উপাত্তে ২৯ শতাংশ বিক্রি হ্রাসের দাবি করা হয়।
২০২২ সালে পিসি বিক্রি ২০২১ সালের তুলনায় কমেছে ১৬ শতাংশ। তবে আইডিসির বিশ্লেষকের রায়ান রিথ বলেন, ‘পিসি বাজারের অবস্থা ততটা খারাপ নয়। ২০২১ সাল ছিল রেকর্ড পিসি বিক্রির বছর। চাঙ্গা বছরের সঙ্গে তুলনায় ২০২২ সালে পিসি বিক্রি কমেছে। ২০২২ সালের পিসি বিক্রি করোনা-পূর্ব ২০১৯ সালের চেয়ে বেশি। সামনের দিনগুলোয় পিসি বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে।’