করোনা ধরন বদলে টিকে আছে। এক ধরন থেকে নতুন উপধরনে পরিণত হচ্ছে এটি। নতুন ধরনের সংক্রমণে চীনসহ বিভিন্ন দেশে করোনা রোগী বাড়ছে। বিএফ ৭ নামের এ নতুন ধরন ওমিক্রনের চেয়েও সংক্রামক। এ ধরনে কম সময়ের মধ্যে রোগী আক্রান্ত হয়। তবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। এটি দ্রুত ছড়ালেও গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা কম। তাই বলে হাল ছেড়ে বসে থাকলে চলবে না।
সংক্রমণ যাতে না হয় সে জন্য সতর্ক থাকতে হবে। বাংলাদেশে এ মুহূর্তে সংক্রমণের হার কম হলেও শীত গেলে এটি বাড়তে পারে। এ জন্য স্বাস্থ্যবিধি জোরালোভাবে মেনে চলতে হবে। অফিস-আদালত তথা কর্মস্থলে মাস্ক ব্যবহারের পাশাপাশি সাবান পানি দিয়ে নিয়মিত হাত পরিস্কার করতে হবে। হাসপাতালের ক্ষেত্রে এটি বেশি জরুরি। চিকিৎসাকেন্দ্রে নানা ধরনের রোগী ও স্বজনের সমাগম ঘটে। তাই এখান থেকে যেন কোনো জীবাণু সংক্রমিত না হতে পারে সে জন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা দরকার। হাসপাতালের দায়িত্বশীলদের বিষয়টি দ্রুত আমলে নেওয়া উচিত।