নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করেই টিকে থাকতে হবে

সমকাল ডা. মুশতাক হোসেন প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ০২:০৪

করোনা ধরন বদলে টিকে আছে। এক ধরন থেকে নতুন উপধরনে পরিণত হচ্ছে এটি। নতুন ধরনের সংক্রমণে চীনসহ বিভিন্ন দেশে করোনা রোগী বাড়ছে। বিএফ ৭ নামের এ নতুন ধরন ওমিক্রনের চেয়েও সংক্রামক। এ ধরনে কম সময়ের মধ্যে রোগী আক্রান্ত হয়। তবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। এটি দ্রুত ছড়ালেও গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা কম। তাই বলে হাল ছেড়ে বসে থাকলে চলবে না।


সংক্রমণ যাতে না হয় সে জন্য সতর্ক থাকতে হবে। বাংলাদেশে এ মুহূর্তে সংক্রমণের হার কম হলেও শীত গেলে এটি বাড়তে পারে। এ জন্য স্বাস্থ্যবিধি জোরালোভাবে মেনে চলতে হবে। অফিস-আদালত তথা কর্মস্থলে মাস্ক ব্যবহারের পাশাপাশি সাবান পানি দিয়ে নিয়মিত হাত পরিস্কার করতে হবে। হাসপাতালের ক্ষেত্রে এটি বেশি জরুরি। চিকিৎসাকেন্দ্রে নানা ধরনের রোগী ও স্বজনের সমাগম ঘটে। তাই এখান থেকে যেন কোনো জীবাণু সংক্রমিত না হতে পারে সে জন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা দরকার। হাসপাতালের দায়িত্বশীলদের বিষয়টি দ্রুত আমলে নেওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us