আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের অর্ধেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে, এই সিদ্ধান্ত আগেই ছিল। বিএনপিসহ বেশকিছু বিরোধী দল, সুশীল সমাজের আপত্তির মুখে সরকারের দাবিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়। যদিও সরকারি দল আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম চেয়েছিল।
এরপরও হঠাৎ অনিশ্চয়তা দেখা দেয় ইভিএম নিয়ে। নির্বাচন কমিশন থেকে কয়েক দিন ধরেই বলা হচ্ছিল, জানুয়ারির মাঝামাঝিতে ইভিএম প্রকল্প অনুমোদন দিতে হবে। নইলে নির্বাচনের আগে ১৫০ আসনে ইভিএমে নির্বাচন করা সম্ভব হবে না।