You have reached your daily news limit

Please log in to continue


ত্বক ঝুলে পড়া রোধ করতে

ত্বকের টানটানভাব বয়সের দোষে নাও হারাতে পারে।

সঠিক যত্নের অভাবেও অনেকসময় চামড়া ঝুলে যেতে থাকে। এর থেকে নিস্তার পেতে কয়েকটা বিষয় খেয়াল রাখা দরকার।

এই বিষয়ে চর্মরোগ বিশেষজ্ঞ ও ‘বেটারগুডস ডটঅর্গ’য়ের ত্বক-বিষয়ক পরামর্শক ডা. আল্পনা মোহতা বলেন, “বংশগতি, হরমোনের পরিবর্তন ছাড়াও বিভিন্ন কারণে চামড়া ‍ঝুলে যেতে পারে।”

ভারতীয় বংশোদ্ভূত এই চিকিৎসক ‘ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে আরও বলেন, “কিছু বিষয় খেয়াল রাখলে ত্বকের উপরিভাগ ঝুলে যাওয়ার গতি ধীর করার পাশাপাশি রোধও করা যায়।”

কোলাজেন ও এলাস্টেন বাড়ানো প্রসাধনী ব্যবহার

ত্বক কোমল ও আর্দ্র রাখতে নানান রকম প্রসাধনী ব্যবহার করা হয়।

ডা. মোহতা এসব প্রসাধনীর সঙ্গে কোলাজেন ও এলাস্টেন বৃদ্ধিকারক উপাদান সমৃদ্ধ প্রসাধনী ব্যবহারে পরামর্শ দেন।

তিনি বলেন, “কোলাজেন ও এলাস্টেন- এই প্রোটিনগুলো ত্বক টানটান রাখতে সাহায্য করে।”

পাশাপাশি ভিটামিন ই, সি, রেটিনল, আলফা হাইড্রোক্সি অ্যাসিড      উপাদান সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার এলাস্টেন ও কোলাজেন উৎপাদনে ভূমিকা রাখে। ফলে ত্বকের উন্নতি সাধন হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন