You have reached your daily news limit

Please log in to continue


‘না আমরা নেতা নির্বাচনে ভুল করিনি’

মুহিত চৌধুরী: নেতাতো এমন হওয়া চাই যারা জনগনের জন্য দেশের জন্য ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত। সিলেটের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন এবং তাদের পরিবারের সদস্যরা সে ঐতিহ্য আবার ধরে রাখতে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। তাঁরা সড়ক প্রশস্থকরণে জন্য নগরীর ব্যস্ততম এলাকা ধোপাদিঘীর পারে অবস্থিত তাদের বাসভবন হাফিজ কমপ্লেক্সের পাশের কোটি টাকা মূল্যের জমি ছেড়ে দিয়েছেন। সোমবার বিকালে হাফিজ কমপ্লেক্সের সামনের দেয়াল ভাঙার কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এরআগে গত শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী হাফিজ কমপ্লেক্সে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড় ভাই ড. এ কে আব্দুল মুবিনের কাছে সড়ক প্রশস্থকরণের জন্য ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ জানান। মেয়রের অনুরোধে জনস্বার্থে সড়কের জন্য ভূমি ছেড়ে দিতে রাজি হন তিনি। এ ব্যপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, হাফিজ কমপ্লেক্সের ভূমি জনস্বার্থে ছেড়ে দেয়া দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে ক্ষমতাশীনদের সরকারি জমি দখল, জনগনের সম্পত্তি দখলের রেওয়াজ বিদ্যমান সেখানে জনস্বার্থে নিজেদের কোটি টাকার ব্যক্তিগত সম্পত্তি ছেড়ে দেয়ার ঘটনা সত্যি বিরল। সিলেটের মানুষ তাই দৃপ্তকন্ঠে উচ্চারণ করছেন ' না আমরা নেতা নির্বাচনে ভুল করিনি'। ধন্যবাদ আবুল মাল আব্দুল মুহিত, ধন্যবাদ ড. মুবিন ধন্যবাদ ড. এ কে আব্দুল মোমেন। সিলেটবাসী কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং আপনাদের পরিবারের প্রতি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন