আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদল।
বুধবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর সেতুভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার CHEN ZHOU এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত YAO WEN উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে পদ্মাসেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী ট্যানেল, বাস রাপিড ট্রানজিট- বিআরটি নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীনের অবদানের কথা তুলে ধরেন। পার্টি টু পার্টি ও দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তৃতীয় বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানায় চীনের প্রতিনিধি দল।