পরিপাকতন্ত্রের রোগ আইবিডি

প্রথম আলো প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ০৮:৩৫

আইবিডি বা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ পরিপাকতন্ত্রের একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ। এর কারণ এখন পর্যন্ত পুরোপুরি জানা সম্ভব হয়নি, তবে কিছু জিনগত ও পরিবেশগত বিষয়কে এর জন্য দায়ী করা হয়।


যদিও এটি পশ্চিমা বিশ্বে বেশি দেখা যায়, তবে আমাদের দেশেও এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা একেবারে কম নয়।


আইবিডি দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ক্রোনস ডিজিজ, অপরটি আলসারেটিভ কোলাইটিস। ক্রোনস ডিজিজ মুখ থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত পরিপাকতন্ত্রের যেকোনো অংশকে আক্রান্ত করতে পারে। অপর দিকে আলসারেটিভ কোলাইটিস শুধু কোলন বা বৃহদান্ত্রের রোগ।


উপসর্গ



  • ক্রোনস ডিজিজে আক্রান্ত রোগী দীর্ঘমেয়াদি পেটে ব্যথা, পাতলা পায়খানা, রক্তমিশ্রিত পায়খানা, বদহজম, ওজন কমে যাওয়া ইত্যাদি সমস্যায় ভোগেন।

  • রোগের জটিলতায় অন্ত্র সরু হয়ে গিয়ে পেট ফুলে যেতে পারে। কখনো কখনো অন্ত্র ছিদ্র হয়ে প্রচণ্ড পেটে ব্যথা ও পেট ফোলা নিয়েও রোগী চিকিৎসকের কাছে আসতে পারেন।

  • কারও কারও মলদ্বারের ফিস্টুলা ও অন্ত্রের ফিস্টুলাও হয়ে থাকে।

  • অপর দিকে আলসারেটিভ কোলাইটিসে দীর্ঘমেয়াদি রক্তমিশ্রিত পাতলা পায়খানা, তলপেটে ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তবে জটিলতা হিসেবে মলদ্বারে মারাত্মক রক্তক্ষরণ, পেট ফুলে যাওয়া ইত্যাদি সমস্যাও হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us