You have reached your daily news limit

Please log in to continue


৭ বিভাগ ঘুরে নৃত্য প্রতিযোগিতা এবার ঢাকায়

৭টি বিভাগের বাছাই পর্ব শেষ করে ‌‘বিশ্ব-বাংলা সাংস্কৃতিক পরিষদ’ আয়োজিত নৃত্য প্রতিযোগিতা এবার ঢাকায়। আগামী ১৪ জানুয়ারি মিরপুরের ওয়াইএমসি স্কুল মিলনায়তনে (২১ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বাছাই পর্ব। এমনটাই জানান উপদেষ্টামণ্ডলীর সদস্য মৃণাল বন্দ্য। 

এরপর ঢাকাসহ প্রতি বিভাগ থেকে উঠে আসা প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। ৩টি শ্রেণিতে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। ক শ্রেণিতে লোক নৃত্য (১ম-৫ম শ্রেণি), খ শ্রেণিতে সৃজনশীল নৃত্য (৬ষ্ঠ-১০ম শ্রেণি) এবং গ শ্রেণিতে লোকনৃত্য (১১তম-ওপরে)। বিশ্ব বাংলা সাংস্কৃতিক পরিষদের ফেসবুক পেইজ থেকে রেজিস্ট্রেশন করা যাবে কিংবা প্রতিযোগিতার দিন সকালেও ভেন্যু থেকে রেজিস্ট্রেশন করা যাবে।

উপদেষ্টামণ্ডলীর সদস্য মৃণাল বন্দ্য বলেন, ‘কিছু সংস্কৃতিমনা তারুণ্যের মাধ্যমে বিশ্ব-বাংলা সাংস্কৃতিক পরিষদ-এর যাত্রা হয় করোনাকালে, অনলাইন প্ল্যাটফর্মে। খুব অল্প সময়ে দারুণ সাড়া পাই আমরা। অনেক সফল আয়োজন শেষে এবার আয়োজন করছি এই নৃত্য প্রতিযোগিতা। আশা করছি সফলভাবে আয়োজনটি শেষ করতে পারবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন