গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় বাসের ধাক্কায় শ্রমিক নিহতের গুজবে দুটি বাসে আগুন দিয়েছেন উত্তেজিত শ্রমিকেরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আরও কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী এক কারখানার শ্রমিক নিহত হয়েছেন, এলাকায় হঠাৎ এমন গুজব ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের পোশাক কারখানার উত্তেজিত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের দুটি বাসে আগুন দেন এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। তবে শ্রমিক নিহতের খবরটি নিশ্চিত হওয়া যায়নি।