কিছু মানুষের কাছে রাজনীতি মানে দেশপ্রেম নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা নয়। তাদের কাছে রাজনীতি মানেই হচ্ছে পায়ে পাড়া দিয়ে একটা সুষ্ঠু পরিবেশ অসুস্থ করা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। তিনি বলেন, আমার ক্ষমতা কিংবা চেয়ারের প্রতি লোভ নাই। শুধুমাত্র মনুষ্যত্ব দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাকে উপড়ে উঠতে হলে কাউকে টেনে নিচে নামাতে হবে এই নীতিতে আমি বিশ্বাসী না।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাবে কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালমা ওসমান লিপি বলেন, তাদের কাছে রাজনীতি মানেই হচ্ছে পরিবেশকে কলুষিত করা এবং অযৌক্তিক ভ্যালুলেস কথাবার্তা বলা। যেগুলোর প্রতিবাদ না করাটাই সবচেয়ে শ্রেয়। সাংবাদিকরা সমাজের আয়না।