আফ্রিকা সফরে যাওয়ার সময় কয়েক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রাবিরতি করেছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং। সোমবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রায় ঘণ্টা দুয়েকের যাত্রাবিরতি শেষে তিনি আবার আফ্রিকা যাত্রা শুরু করেন।
চীনা মন্ত্রীর ঢাকায় নামা কোন আনুষ্ঠানিক সফর ছিল না। একইসঙ্গে আফ্রিকা যেতে হলে বাংলাদেশ হয়ে না গেলেও চলে। মূলকথা এটি আসলে আফ্রিকা যাওয়ার রুট নয়।
বাংলাদেশে রাশিয়া-যুক্তরাষ্ট্র দূতাবাসের ঠাণ্ডা লড়াইয়ের সময় চীনা গ্যাংয়ের এমন ঢাকা সফরকে ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। রুট নেই, তবুও আফ্রিকা যাত্রায় কেন ঢাকায় নামলেন চীনা গ্যাং? এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা।