শেষ হলো চার দিনব্যাপী দশম ঢাকা লিট ফেস্ট-২০২৩। ৫-৮ জানুয়ারি অনুষ্ঠিত ভালো-মন্দ দিকগুলোর আলোচনা শুরু হবে শিগগিরই। ফাঁক-ফোঁকর চিহ্নিত করে তার সমাধান করে পরবর্তীতে আরও উন্নত আয়োজন করা সম্ভব হবে বলে আশা করি। কোনো বৃহৎ বা ভালো অভিযাত্রায় বিতর্ক থাকবেই। আর শিল্প-সাহিত্যের ক্ষেত্রে বাংলাদেশে এ সম্ভাবনা অনেক বেশি।
বিতর্কের মধ্যে ভালো বিষয় নেহায়েতই কম নয় বলে মনে করি। আমি আলোচনা করব তৃতীয় দিনের (৭ জানুয়ারি) একটি সেশন নিয়ে। বিষয়টি ছিল: এ ওয়ার্ল্ড উইথআউট এ সেন্টার (কেন্দ্র ছাড়া একটি বিশ্ব)। বিশ্বসাহিত্য কেন্দ্রীক এ সেশনে অংশ নেন নোবেলজয়ী তানজানিয়ান বংশোদ্ভুত ব্রিটিশ লেখক আব্দুলরাজাক গুরনাহ, আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার দুজন ব্যক্তিত্ব অমিতাভ ঘোষ এবং পঙ্কজ মিশ্র। সঞ্চালক ছিলেন আরেক ভারতীয় সাহিত্যিক-সম্পাদক নীলাঞ্জনা এস রায়। তার কৌশলী প্রশ্ন বা উপস্থাপনা সেশনটি প্রাণবন্ত করতে ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছে।