নিউইয়র্কে দুটি হাসপাতালের সাত হাজারেরও বেশি নার্স স্থানীয় সময় সোমবার সকাল থেকে ধর্মঘটে নেমেছেন। তাদের দাবি ভালো বেতন, ভালো কাজের নিউইয়র্কে দুটি হাসপাতালের সাত হাজারেরও বেশি নার্স স্থানীয় সময় সোমবার সকাল থেকে ধর্মঘটে নেমেছেন। তাদের দাবি ভালো বেতন, ভালো কাজের পরিবেশ ও আরও জনবল। খবর এবিসি নিউজ।
নিউইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সকাল ৬টা থেকে নার্সরা ধর্মঘট শুরু করেন। এর আগে ব্রংক্সের মন্টেফিওরি মেডিকেল সেন্টার ও হারলেমে মাউন্ট সিনাই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা ব্যর্থ হয়। রোববার রাত থেকে তাদের সঙ্গে হাসপাতাল দুটির আলোচনা শুরু হয়।