সুইচ ও স্টিম ডেকের সঙ্গে প্রতিযোগিতায় রেজারের এজ

বণিক বার্তা প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১০:২৬

একাধিকবার টিজার প্রকাশের পর এবার রেজারের হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস এজ বাজারজাতের সময় প্রকাশ্যে এসেছে। ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাজার ভেরাইজনের সঙ্গে নতুন ডিভাইসটি বাজারজাত করতে পারে রেজার। খবর গিজচায়না।


কনসোলটি ফাইভজি নেটওয়ার্ক ও ওয়াই-ফাই দুই ভার্সনে পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা পছন্দানুযায়ী তাদের হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস সংগ্রহ করতে পারবে। রেজার এজ ওয়াই-ফাই ভার্সনের দাম হবে ৪০০ ডলার। অন্যদিকে প্রতিষ্ঠানটির ফাউন্ডার এডিশনের সঙ্গে রেজারের হ্যামারহেড ট্রু ওয়্যারলেস ইয়ারবাড থাকবে, যার দমি হবে ৫০০ ডলার। এখন রেজার এজের ফাইভজি সংস্করণটি ভেরাইজনে এক্সক্লুসিভ হিসেবে তালিকায় থাকবে। এর দাম ৬০০ ডলার। তবে ব্যবহারকারীরা ৩৬ মাসে ১০ ডলার করে দেয়ার চুক্তিতে ৩৬০ ডলারে এটি সংগ্রহ করতে পারবে। ব্যবহারকারীরা চাইলে ফাইভজি স্মার্টফোনের সঙ্গে কনসোলটি কিনতে পারবে। এতে এজের দাম ১৮০ ডলার কমবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us