ইউক্রেনের পূর্বাঞ্চলে গতকাল শনিবার রাতভর রাশিয়ার বোমা হামলায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। বড়দিনে রাশিয়াঘোষিত একতরফা যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পরপরই এসব হামলা হয়। খবর রয়টার্সের।
আজ রোববার স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
ইউক্রেনে অর্থোডক্স খ্রিষ্টানদের বেশির ভাগ অংশ ঐতিহ্যগতভাবে ৭ জানুয়ারি বড়দিন উদ্যাপন করে। রাশিয়াতেও তাই। তবে এ বছর ইউক্রেনের অর্থোডক্স চার্চে ২৫ ডিসেম্বরেও বড়দিন উদ্যাপিত হয়েছে। আবার গতকালও অনেকে বিভিন্ন গির্জা ও ক্যাথেড্রালে জড়ো হয়ে বড়দিন উদ্যাপন করেন।