চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক যাত্রী ট্রেনের সিঁড়ি থেকে পা হড়কে পড়ে যাচ্ছেন দেখে রেলওয়ের একজন নিরাপত্তাকর্মী ঝাঁপিয়ে পড়ে ওই যাত্রীর জীবন বাঁচিয়েছেন। ট্রেন ও প্লাটফর্মের মাঝের ফাঁকা জায়গায় ঢুকে মৃত্যুর ঝুঁকিতে ছিল ওই যাত্রীর জীবন।
ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। ভারতীয় রেল মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার থেকে ঘটনাটি শেয়ার করেছে।
রেলওয়ের টুইটারে শেয়ার করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন যাত্রী তাড়াহুড়ো করে একটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হড়কে নিচে পড়ে যান। চলন্ত ট্রেন তাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এসময় তার শরীরের উপরের অংশ ট্রেন এবং প্লাটফর্মের মাঝের ফাঁকা জায়গায় ঢুকে যায়। একজন রেলওয়ে নিরাপত্তা কর্মী দৌড়ে আসেন এবং ওই ব্যক্তিকে টেনে প্লাটফর্মের উপরে তুলে আনতে সমর্থ হন। সেকেন্ডের ব্যবধানে বেঁচে যায় ওই ব্যক্তির জীবন।
শেয়ার করা ভিডিওতে রেলওয়ে কর্তৃপক্ষ লিখেছে, একজন সতর্ক রেলওয়ে নিরাপত্তাকর্মীর কারণে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন একজন যাত্রী। দয়া করে কেউ চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করবেন না।