মেশিন বেইমানি করে না, ইভিএমে আস্থা অর্জন করতে হবে: ইসি হাবিব

ঢাকা টাইমস প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ১৪:২৯

‘মেশিন কখনো বেইমানি করে না, তাই ইভিএমের ওপর জনগণের আস্থা অর্জন করতে হবে’ বলে মন্তব্য নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।


বৃহস্পতিবার সকালে খুলনা নগরীর আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।


‘ইভিএমের ওপর ভোটারদের আস্থা অর্জনে কমিশন অনেক এগিয়ে গেছে জানিয়ে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘এ কাজের জন্য আমরা তৃণমূল পর্যায়ে ভোটার এডুকেশন দেব। এ জন্যও সবার সহযোগিতা প্রয়োজন।’


তিনি আরও বলেন, ‘নির্বাচন সুন্দর করতে হলে প্রশাসন, পুলিশ, জনগণ ও রাজনৈতিক দলসহ সবার ঐক্য প্রয়োজন। এককভাবে কারও পক্ষেই নির্বাচন সুন্দর করা সম্ভব নয়।’


অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন- নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবীর, জেলা প্রশাসনের উপ-পরিচালক মো. ইউসুফ আলী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us