হাতের সামনে যতই খাতা থাক না কেন, শিশুরা দেওয়ালে আঁকিবুকি কাটবেই। বেশির ভাগ শিশুরই দেওয়াল জুড়ে আঁকিবুকি করার দিকে ঝোঁক। বারংবার বকা দিলেও শুনছে কই! সদ্য রাঙিয়ে তোলা দেওয়ালখানির সৌন্দর্যহানি হলে মোটেও ভাল লাগে না। তা হলে কী করবেন? জেনে নিন দেওয়াল পরিষ্কার করার কিছু সহজ উপায়।
১) এক বালতি গরম জলে বাসন মাজার তরল সাবান মেশান। এ বার একটি পরিষ্কার কাপড় এই জলে ভিজিয়ে ভাল করে নিঙড়ে নিন। তার পর ভেজা কাপড়টি দিয়ে দেওয়ালের আঁকা বা লেখার অংশ মুছুন।