You have reached your daily news limit

Please log in to continue


শুষ্ক ত্বকের জন্য পেট্রোলিয়াম জেলি

সব ধরনের ত্বকের জন্য পেট্রোলিয়াম জেলির ব্যবহার ঠিক নাও হতে পারে।

নানী দাদীদের সময়ে প্রসাধনীর এত সহজলভ্যতা ছিল না। অথচ তখন থেকেই চলছে ত্বক পরিচর্যায় পেট্রোলিয়াম জেলির ব্যবহার। এরমধ্যে তিব্বত পমেট আর ভ্যাসলিনের কথা প্রায় সবারই জানা।

পেট্রোলিয়ামের উপজাত পণ্য হিসেবে পেট্রোলিয়াম জেলি সৃষ্টি হওয়াতে অনেকেই এর ব্যবহার নিয়ে শঙ্কায় থাকেন। 

তবে ক্যালফোর্নিয়ার ত্বক বিশেষজ্ঞ ডা. সান্ড্রা লি বলছেন, “পেট্রলিয়াম জেলি পরিশোধিত এবং নিরাপদ, বিশেষত শুষ্ক ত্বকের জন্য।”

ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “এটা ত্বকে বাইরের বাতাস প্রবেশ করতে বাধা দেয়। ফলে ত্বক থেকে আর্দ্রতা শুষে নিতে পারে না। যে কারণে শুষ্কতার সমস্যা কমে।”

সব ধরনের ত্বকের জন্য হয়ত ভালো না

ডা. লি মনে করেন, পেট্রোলিয়াম জেলির ঘন ফর্মুলা ত্বকের ওপর প্রলেপের মতো কাজ করে। তবে সব ধরনের ত্বকের জন্য প্রযোজ্য নয়।

আর্দ্রতা ধরে রাখে: পেট্রোলিয়াম জেলি ঘন। তাই এটা ত্বকের প্রলেপের মতো কাজ করে। সারা শরীরে নয় বরং যেসব স্থান বেশি শুষ্ক যেমন- ঠোঁট, কনুই, হাঁটু ইত্যাদি স্থানে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা উচিত বলে মনে করেন, ডা. লি।

তিনি বলেন, “শীতে ত্বকে বাড়তি আর্দ্রতার প্রয়োজন হয়। আমার ত্বক খুব বেশি শুষ্ক হওয়ায় আমি মেইকআপের নিচে পেট্রোলিয়াম জেলির পাতলা স্তর ব্যবহার করতে পারি। তবে যাদের ত্বক তৈলাক্ত তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন