আকাশসীমা লঙ্ঘন করে উত্তর কোরিয়ার পাঁচটি ড্রোন দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছিল। যেটিকে স্পষ্ট উসকানি বলে বিবেচনা করছে দেশটির সেনাবাহিনী।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ড্রোনগুলো দক্ষিণ কোরিয়ার জিয়ংগি প্রদেশের সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করে। তারমধ্যে একটি ড্রোন রাজধানী সিউলের উত্তর প্রান্তের দিকে উড়ে যায় এবং সেখান থেকে আবার ফিরে এসে সীমান্ত অতিক্রম করে যায়।
ড্রোনগুলো প্রবেশ করার পর দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার সেগুলোকে ধাওয়া করে। কিন্তু হেলিকপ্টার থেকে প্রায় ১০০ রাউন্ড গুলি করা হলেও ড্রোনগুলিকে ভূপাতিত করা সম্ভব হয়নি বলেও জানান দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফ।