আওয়ামী লীগের সম্মেলনে গঠিত নতুন কমিটি প্রায় অপরিবর্তিতই রয়েছে, আসেনি নতুন কোনো মুখ।
তবে দলের গুরুত্বপূর্ণ ফোরাম সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন ও আব্দুল মান্নান খান। সেখানে এসেছেন আগের কমিটির সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন।
সম্পাদকমণ্ডলীতে বাদ পড়েছেন বিদায়ী কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
শনিবার ক্ষমতাসীন দলটির ২২তম সম্মেলনের কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন।
পরে শেখ হাসিনা কাউন্সিলদের দেওয়া ক্ষমতাবলে কার্যনির্বাহী সংসদের ৮১টি পদের জন্য ৪৬ জনের নাম ঘোষণা করেন। বাকি নাম পরে ঘোষণা হবে বলে জানান তিনি।
সিপিবি থেকে আসা নাহিদ ও মান্নান খান নতুন সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়লেও তাদের রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে। সাবেক মন্ত্রী রমেশ সেনও উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন।