মুমূর্ষু ভৈরব নদে ধুঁকছে নদীবন্দর

আজকের পত্রিকা প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ১০:০৮

সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ-সুবিধার সুবাদে ব্যবসা-বাণিজ্যের অন্যতম বড় কেন্দ্র হয়ে উঠেছে যশোরের অভয়নগর। উপজেলার নওয়াপাড়ার ওপর দিয়ে বয়ে গেছে ভৈরব নদ। যশোর-খুলনা রেলপথ এবং ঢাকা-যশোর-খুলনা মহাসড়ক নওয়াপাড়ার গাঘেঁষা। বিদেশ থেকে আমদানি করা কয়েক হাজার কোটি টাকার পণ্য প্রতিবছর খালাস হয় নওয়াপাড়া নদীবন্দরে। সারা দেশে যায় কয়লা, পাথর, খাদ্যশস্য ও বিভিন্ন ধরনের সার। প্রায় হাজার কোটি টাকার অভ্যন্তরীণ পণ্যেরও বড় বাজার নওয়াপাড়া। তবে যে নদ ঘিরে এই বাণিজ্যকেন্দ্র, সেই ভৈরবই  এখন মৃতপ্রায়। পলি জমায় এবং দখলের কারণে হয়ে পড়ছে নৌযান চলাচলের অনুপযোগী। এতে ক্ষতির মুখে পড়ে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন।


গত সোমবার নদীবন্দর এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন জাহাজ থেকে মালপত্র নামাচ্ছিলেন শ্রমিকেরা। নদের বেশির ভাগ অংশেই পলি জমা, আছে চরও। কিছু জায়গায় যন্ত্র দিয়ে মাটি ওঠানোর কাজ চলছিল।


স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ২০১৭ সালে ভৈরব নদ খননকাজ শুরু হয়েছিল, কিন্তু কিছুদিন খনন হয় আবার বন্ধ হয় যায়।


সবচেয়ে খারাপ অবস্থা নওয়াপাড়া নদীবন্দরের প্রায় সাড়ে ১২ কিলোমিটার এলাকার। ভৈরব নদের ওপর সেতু তৈরি করায় ওই স্থানে বাঁক পাল্টে অপর পাড়ে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে বন্দর এলাকায় নদ নাব্যতা হারাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us