নিজের মেরামত হবে কবে?

বাংলা ট্রিবিউন সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১৮:২৩

মাত্র কয়দিন আগেই পালিত হলো সংবিধান দিবস। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়, যা ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। স্বাধীনতার ৫১ বছর পার করে এসে এখন ভাবনার জায়গা তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষ লড়াই করে, বিজয়ী হয়ে আত্মশাসনের জন্য যে অধিকার পেয়েছিল, যে সংবিধান রচনা করেছিল, তার আলোকে অতি অল্প শতাংশ নাগরিক হতে পেরেছেন আর বাকি বড় অংশই আসলে সবকিছু থেকে বঞ্চিত রয়েছেন। দেশের বহুদলীয় ব্যবস্থা, নিয়মিত নির্বাচন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বহুস্বরের মুক্ত পরিসর কখনোই পুরোপুরি আমাদের গৌরব হয়ে উঠতে পারেনি।


আমাদের রাজনীতিতে বিভাজন খুব শানিত, তাই বিদ্বেষও স্পষ্ট। মৌলিক জাতীয় ইস্যুগুলোতে কোনও ঐক্য নেই। এবং যাদের ভূমিকার কারণে আজ এ অবস্থার সৃষ্টি তারা যখন নতুন করে রাষ্ট্র মেরামতের কথা সামনে আনে তখন রাজনৈতিক আলোচনা, বিতর্ক গতি পায় ঠিকই, তবে আশা জাগায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us