ভিডিও কলিং সফটওয়্যার স্কাইপেতে তাৎক্ষণিক (রিয়েল টাইম) ভাষা অনুবাদ সুবিধা চালু করেছে মাইক্রোসফট। চ্যাটিংয়ের পাশাপাশি ভিডিওকলে মিলবে তাৎক্ষণিক ভাষান্তর সুবিধা। ফলে স্কাইপের এক প্রান্তে থাকা ব্যক্তি এক ভাষায় কথা বললেও অন্য পাশের ব্যবহারকারী তাঁর পছন্দমতো ভাষায় সেটি শুনতে পারবেন। এ জন্য স্কাইপেতে যুক্ত হয়েছে টুভয়েস ফিচার।
এ ফিচার যুক্ত হওয়ায় ভিন্ন ভাষাভাষীরা স্বচ্ছন্দে একে অপরের সঙ্গে অনলাইনে কথোপকথন চালাতে পারবেন। মাইক্রোসফট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সঙ্গে সঙ্গে মুখের কথা সরাসরি অনুবাদ করে শোনাবে স্কাইপে। অনুবাদ করা বাক্য বক্তার কণ্ঠস্বরের আদলে তাৎক্ষণিক শোনা যাওয়ায় স্বচ্ছন্দে আলোচনা করা যাবে। আট বছর আগে পরীক্ষামূলক এ প্রযুক্তির কথা ঘোষণা দেয় মাইক্রোসফট। প্রাথমিকভাবে স্কাইপেতে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, চায়নিজ, হিন্দিসহ ৪০টির বেশি ভাষায় অনুবাদ সুবিধা মিলবে। এ তালিকায় এখনও বাংলা ভাষা যুক্ত হয়নি।