দিয়েগো মারাদোনার সঙ্গে লিওনেল মেসির তুলনা চলে আসছে অনেক দিন ধরেই। দুই সময়ের দুই আর্জেন্টাইন কিংবদন্তির মধ্যে কে সেরা, এই বিতর্ক পুরনো। এবার বিশ্বকাপ জেতার পর মেসি তার পূর্বসূরিকে ছাড়িয়ে গেছেন কি-না, এমন আলোচনা চলছে এখন। তবে আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মারাদোনাকে ছাড়িয়ে যাওয়ার জন্য মেসির বিশ্বকাপ জয় যথেষ্ট নয় বলে মনে করেন দেশটির সাবেক মিডফিল্ডার হাভিয়ের জানেত্তি।
লম্বা ফুটবল ক্যারিয়ারে কেবল একটি অপ্রাপ্তিই ছিল মেসির। সেটি ঘুচে গেছে গত রোববার। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মেসি অবশেষে পেয়েছেন বিশ্ব জয়ের স্বাদ।