গণবিক্ষোভের মুখে চীন সরকার তাদের ‘জিরো-কোভিড’ নীতি থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পর দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে।
সোমবার চীনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
টিকা আবিষ্কারের পর পুরো বিশ্ব যখন করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েই স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেয় তখনও চীন সরকার তাদের ‘জিরো-কোভিড’ নীতিতে অটুট ছিল। কিন্তু গত কয়েকমাসে দেশটির বিভিন্ন অঞ্চলে সরকারের কঠোর লকডাউনের বিরুদ্ধে জনগণ সড়কে নেমে বিক্ষোভ দেখালে এ মাসের শুরুর দিকে বিধি অনেকটাই শিথিলের ঘোষণা দেওয়া হয়।
লকডাউন বিধি শিথিল করার পরও গত মাসের তুলনায় এ মাসে চীনে দৈনিক শনাক্তের সংখ্যা হ্রাস পাচ্ছে। যা দেশটির প্রকৃত অবস্থা নয় বলেই বিশ্বাস সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের।