সরকার পতনের দাবি নিয়ে আগামী ৩০ ডিসেম্বর বিএনপি ঘোষিত গণমিছিলকে গুরুত্ব না দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, "যদি তারা সফল হয় ঘোড়া সেদিন ডিম পাড়বে।"
শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বিজয় শোভাযাত্রা শুরুর আগে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।
ট্রাকের ওপর থেকে নেতাদের বক্তব্য শুরুর অনেক আগেই দুপুরের পর থেকে ক্ষমতাসীন দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতীয় পতাকা, রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় যোগ দিতে আসা শুরু করেন। নির্ধারিত সময়ে আগেই মৎস্যভবন, কাকরাইল, শাহবাগ, এলিফ্যান্ট রোডসহ সংশ্লিষ্ট এলাকা ভরে যায়। ঘোড়ার গাড়ি, সাজানো পিকআপ, হাতিকে রঙিন কাপড় দিয়ে সাজিয়ে নিয়ে এসেও অনেকে শোভাযাত্রায় যোগ দেন।
শোভাযাত্রাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমণ্ডির ৩২ নম্বর ঐতিহাসিক বাড়ির সামনে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগ আয়োজিত এ শোভাযাত্রায় দলের বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে যোগ দেন।