ভৈরবে ব্রডগেজ ট্রেন আটকে যোগাযোগ বন্ধ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৩৯

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকাগামী স্পেশাল বিজি (ব্রডগেজ) ট্রেন আটকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোরে রেলওয়ের বিজি স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম বন্দর থেকে একটি নতুন ইঞ্জিন ও চারটি নতুন কোচ নিয়ে রওনা হয়।


ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব স্টেশন পার হওয়ার সময় নতুন ইঞ্জিনের পাওয়ার কার ও কোচের নিচের অংশ ফ্লাটফর্মের নিচে সাইড ওয়ালের সঙ্গে লেগে যায়। এসময় নতুন ইঞ্জিন ও চারটি কোচ ক্ষতিগ্রস্ত হয়। এতে চালক বাধ্য হয়ে ট্রেনটি থামিয়ে দেন। ফলে চট্টলা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, তিতাস ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজি ট্রেনটি নতুন ইঞ্জিন ও কোচ নিয়ে ভৈরব রেলস্টেশনে আটকা পড়ে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us