You have reached your daily news limit

Please log in to continue


জুতায় কাটবে শীত

আমাদের পোশাকের সঙ্গে সঙ্গে জুতাও হয়ে উঠছে ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। বয়স, দেশ-কাল, ভেদে জুতার রয়েছে বাহারি ডিজাইন ও রং। শুরুতে যে জুতা মানুষের পায়ের নিরাপত্তার অংশ ছিল। এখন পোশাকের রং, ধরন ও উপলক্ষ অনুযায়ী নানা ধরনের জুতা থাকছে সংগ্রহে। এর মধ্যে কোনোটা বেড়ানো, কোনোটা ক্লাস-অফিস-আদালতের জন্য। কোনো জুতা নির্দিষ্ট অনুষ্ঠানগুলোর জন্য তুলে রাখা।

মেয়েদের জুতা

শীতে মেয়েদের চাহিদা থাকত ব্যালেরিনা জুতার। কয়েক বছর থেকে মেয়েদের শীতের জুতায় এসেছে নানা পরিবর্তন।  এখনকার মেয়েরা শাড়ি, কুর্তা কিংবা টপের সঙ্গে স্যান্ডেলের পরিবর্তে কনভার্স, স্নিকার্স ও কেডস পরতে স্বাচ্ছন্দ্যবোধ করছে। দেশীয় বা ওয়েস্টার্ন  যেকোনো পোশাকের সঙ্গে কনভার্স পছন্দের শীর্ষে থাকছে। শীতের জুতা বলতে মেয়েদের পায়ে উঠছে রং-বেরঙের স্নিকার্স, লোফার ও কেডস। এ ছাড়া বুট জুতাও পরছেন। কেডসের মধ্যে ফ্লাট সোল যেমন আছে, তেমনি বুট স্টাইলের ‘হাইনেক’ কেডসও আছে। মেয়েদের জন্য এসব জুতা আলাদাভাবে তৈরি হয়েছে। জুতায় লেদার, আর্টিফিশিয়াল লেদার, রেক্সিন, কনভার্স ও ডেনিমের ব্যবহার হচ্ছে। রঙের ক্ষেত্রে গাঢ় ও হালকা দুটোই আছে। আরও আছে প্রিন্টের স্নিকার্স। নকশা হিসেবে গ্লিটার, এমব্রয়ডারি, কারচুপি। কেডস ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে পরতে হয় এই ভাবনাও বিদায় নিয়েছে। এখন টপ, সালোয়ার-কামিজ এমনকি শাড়ির সঙ্গেও মেয়েরা স্নিকার্স কনভার্স ও কেডস পরছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন