বর্জ্যবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ অবহেলিত কেন?

সমকাল ড. মইনুল ইসলাম প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১০:২৫

বাংলাদেশে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর বর্জ্য অপসারণ, বর্জ্য রিসাইক্লিং ও কম দূষণের মাধ্যমে বর্জ্য পোড়ানো কিংবা ব্যবস্থাপনায় একটি বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। বর্জ্য সংগ্রহ করে জনবসতি থেকে দূরবর্তী কোনো স্থানে তা জমা করে স্বাস্থ্যসম্মতভাবে পুঁতে ফেলা, পুড়িয়ে ফেলা বা রূপান্তর করা এখনও এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল, জটিল এবং ব্যর্থতাপূর্ণ কার্যক্রম হিসেবে বহাল রয়ে গেছে। অথচ বর্তমান উন্নত বিশ্বে এই দায়িত্ব অত্যন্ত পরিবেশবান্ধব উপায়ে সম্পন্ন করার প্রযুক্তি প্রয়োগের নজির যত্রতত্র। বর্জ্য ব্যবস্থাপনার নানা ধরনের আধুনিক প্রযুক্তি এখন সুলভে বিভিন্ন দেশ থেকে আমদানি করা যায়।


বর্জ্য রিসাইক্লিং এখন অনেক দেশে পরিবেশ সুরক্ষায় অন্যতম ডাইমেনশন হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে, যার অন্যতম প্রক্রিয়া হলো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন। আধুনিক চুল্লির মাধ্যমে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করলে পরিবেশ বিপর্যয় অনেকখানি কমানো যায়। 'বর্জ্য থেকে বিদ্যুৎ'- এ দেশে রাজনীতিবিদদের বক্তব্য-বিবৃতিতে প্রায়ই উচ্চারিত হয়। অথচ দুঃখজনক, স্বাধীনতার ৫১ বছর এবং ১৯৯১ সালে ভোটের রাজনীতি চালু হওয়ার ৩১ বছর পার হওয়ার পরও দেশে 'বর্জ্য থেকে বিদ্যুৎ' প্রকল্প একটিও চালু হলো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us