You have reached your daily news limit

Please log in to continue


বিজয়ের দিনের সাজ-পোশাক যেমন হবে

বিজয় দিবস বাঙালি জাতির কাছে গৌরবময় ও অবিস্মরণীয় একটি দিন। প্রতিবছর ১৬ ডিসেম্বর পালিত হয় বিজয় দিবস। ৩০ লাখ বাঙালির রক্তের বিনিময়ে স্বাধীন হয় বাংলাদেশ। এই ডিসেম্বরেই পাক বাহিনীমুক্ত হয় স্বাধীন এই বাংলা। এ মাসেই বাংলার আকাশে ওড়ানো হয় লাল-সবুজের পতাকা। প্রতিবছর বিজয় দিবস উদযাপনে তাই তো ছোট-বড় সবাই গায়ে জড়িয়ে নেন লাল-সবুজ পোশাক। বিজয় দিবসের ফ্যাশনে প্রাধান্য পায় লাল আর সবুজ এই দুটি রং। বাঙালি নারীরা এদিন লাল-সবুজ শাড়িতে অনন্যা হয়ে ওঠে।

আর পুরুষরা গায়ে জড়িয়ে নেন লাল-সবুজ রঙের পাঞ্জাবি কিংবা ফতুয়া। শিশুরাও এদিন নিজেদেরকে সাজিয়ে তোলে লাল-সবুজ রঙে। শাড়ি কিংবা কামিজের সঙ্গে বিজয়ের সাজ যেমন হবে- যারা এদিন বাইরে কাটাবেন তারা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। মেকআপের আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে স্ক্রাবিং করে নিন প্রথমে। এর কিছুক্ষণ পর সানস্ক্রিন ব্যবহার করুন মুখে। মেকআপ দীর্ঘস্থায়ী করতে ও ত্বক আর্দ্র রাখতে একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এরপর ধাপে ধাপে প্রাইমার, কালার কারেক্টর ও কনসিলার ইত্যাদি লাগিয়ে ভালো করে স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিন। বেইজ মেকআপের জন্যে ভারি কোনো কিছু বেছে না নেওয়াই ভালো। এজন্য বেছে নিন লাইটওয়েট ও মিডিয়াম টু ফুল কভারেজ ফাউন্ডেশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন