যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) কম্পিউটারের কাজই তো কোটি কোটি উপাত্ত নিয়ে গাণিতিক হিসাব করা। সুপারকম্পিউটার ছাড়া এ কাজ সম্ভব নয়। এই মুহূর্তে নাসার সবচেয়ে বেশি ক্ষমতার সুপারকম্পিউটার কোনটা? উত্তর হলো ‘সামিট’। কারিগরি নাম হলো আইবিএম পাওয়ার সিস্টেম এসি ৯২২।
নাসার বিশালাকৃতির এই সুপারকম্পিউটার চালাতে কত ওয়াট বিদ্যুৎ খরচ হয়? প্রশ্নটায় একটু ভুল আছে। উত্তরটা শুধু ওয়াটে কুলোবে না; ১০ মেগাওয়াট বিদ্যুৎ লাগে সামিট সুপারকম্পিউটার চালাতে। ১০ লাখ ওয়াটে হয় ১ মেগাওয়াট।