মনির একজন কবি। মূলত সে প্রেমের কবিতা লেখে। ৭১ এর যুদ্ধের ডামাডোলের আগেই তার বাবা নিজের অসুস্থতা মিথ্যা কথা বলে গ্রামে নিয়ে আসেন তাকে। গ্রামে এনেই কবিতা ছেড়ে বিয়ে বিয়ে করতে বলে। বিয়ের দিন তারিখও ঠিক করে ফেল। কিন্তু বিয়ে ঠিক করার পর ঘটে অন্য ঘটনা।
সালেহা নামের যে মেয়েটির সাথে তার বিয়ে ঠিক হয়। নিজের দুর্বল চিত্তের হলেও সেই সালেহার সাথে যুদ্ধের জন্য ট্রেনিংয়ে চলে যায় বাবাকে না জানিয়েই।এম গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক 'যেখানে সিমান্ত তোমার'।