কারাগারে বই পড়ে সময় কাটছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
বুধবার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই নেতার সঙ্গে দেখা করার পর এ কথা জানান তার স্ত্রী রাহাত আরা বেগম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে স্বশরীরে সাক্ষাত করেছি। কিছু বই আগেই পাঠিয়ে দিয়েছিলাম। সেই বই এখন কারাগারে তার প্রতিদিনের সঙ্গী। আপনি জানেন, তিনি এক শিক্ষক মানুষ। বই পড়া তার প্রতিদিনের অভ্যাস। বাসায় কিছুটা সময় রিডিং রুমে বই, ম্যাগাজিন পড়েন।”
শারীরিক অবস্থা ‘মোটামুটি’ উল্লেখ করে রাহাত আরা বলেন, “মনোবল দৃঢ় আছে, মোটামুটি আছে। জানেন তো, এমনিতে তার অসুস্থতা আছেই। দোয়া করবেন।”
কিছু ওষুধপত্র দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “গত কয়েকদিন কারাগারে তার কষ্ট হয়েছে। গতকাল সোমবার রাতে ডিভিশন কক্ষ প্রদান করা হয়।”
মির্জা ফখরুল এই সরকারের আমলে আরও পাঁচ বার কারাগারে গেছেন। তার বিরুদ্ধে মামলার সংখ্যা ৮৭টি।