যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শীতকালীন ঝড়ের তাণ্ডব

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১৩:১৭

যুক্তরাষ্ট্রজুড়ে শক্তিশালী শীতকালীন ঝড় পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এতে কমপক্ষে তিনজন মারা গেছে। দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতে টর্নেডোর সৃষ্টি হয়েছে। অন্য কিছু অঞ্চল ছেয়ে গেছে তুষারে।


টর্নেডোতে বাড়ি গুঁড়িয়ে যাওয়ায় লুইজিয়ানাতে একটি ছোট ছেলে ও তার মা মারা গেছে। প্রবল ঝড় মধ্য-পশ্চিমে তুষারঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। রাস্তা ও স্কুল বন্ধ রয়েছে। কিছু এলাকায় চার ফুট পর্যন্ত গভীর তুষারপাত হয়েছে।


দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় তিন হাজার ৩০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়।
 
নেব্রাস্কা, ওয়াইওমিং, সাউথ ডাকোটা এবং মিনেসোটা- এ চারটি অঙ্গরাজ্যজুড়ে বিভিন্ন স্থানে চারটি রাজ্যে তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। প্রচণ্ড বাতাস এবং ভারী তুষারপাতের কারণে সেখানে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।  


লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা এবং ফ্লোরিডার কিছু অংশসহ উপসাগরীয় উপকূলে প্রবল ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। লুইজিয়ানা এবং মিসিসিপির কিছু অংশে টর্নেডো সতর্কতাও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us