ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে সম্প্রতি ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা সংবাদমাধ্যমগুলোর নজর কাড়ে। ২০২০ সালের দুই দেশের মধ্যে এ ধরনের সংঘাত এটিই প্রথম। মঙ্গলবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সেদিন তার দেশের সেনারা চীনা বাহিনীকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশে বাধা দিয়েছিল। আর এর জেরে ছোটখাটো যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাতে উভয় পক্ষেই আহতের ঘটনা ঘটেছে।
দুই দেশের মধ্যে এই সীমান্ত সংঘর্ষের ঘটনা ঘটে গত ৯ ডিসেম্বর (শুক্রবার)। এরপর ১২ ডিসেম্বর (সোমবার) রাতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, তাওয়াং সেক্টরের ওই সংঘাতে কিছু ‘ছোটখাটো আঘাতের’ ঘটনা ঘটেছে।