বাজারে তাজা মাছ চিনবেন যেভাবে

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ১০:০২

বাজারে মাছ কিনতে গেলেই যে প্রশ্নটা ঘুরতে থাকে তা হলো, কিভাবে তাজা মাছ কিনব বা চিনব? তাজা মাছ কেনার জন্য আপনাকে মাছ সম্পর্কে ধারণা রাখতে হবে। মাছ খুব পুষ্টিকর খাবার। এক আউন্স মাছে প্রোটিনের পরিমাণ আছে ৫ গ্রাম। এছাড়া মাছ দিয়ে মজার মজার খাবারও রান্না করা যায়।


তবে আমরা সবাই জানি লবণাক্ত পানির চেয়ে মিষ্টি পানির মাছ বেশি স্বাদ। তবে মাছের স্বাদ অনেক সময় জায়গা বা অঞ্চলের ওপর নির্ভর করে। যাইহোক এখন আসা যাক তাজা মাছ চিনবেন কিভাবে। চলুন সেটাই জেনে নিই।


১. প্রথমেই আসি মাছের কানকোর কাছে। তাজা মাছের কানকোর রঙ থাকে লাল বা মেরুন। বাসি মাছ হলে রং হালকা বা ফ্যাকাশে হয়ে শুকিয়ে যাবে।  


২. মাছের কানকো আঙ্গুল দিয়ে ধরে দেখুন। হতে পারে লার রঙ দেওয়া। কানকোর লাল বা মেরুন রঙটা আসল না নকল দেখে নিন।


৩. তাজা মাছের রং উজ্জ্বল বা চকচকে হবে। দেখেই মনে হবে পানিতে ঝাপ দিবে। কষ্ট হলেও গন্ধটা শুঁকে দেখতে পারেন। তাজা মাছে কড়া আঁশটে গন্ধ থাকে না বা নাকে খারাপ লাগে না।  যদি পান এমন গন্ধ তখন বুঝবেন তাজা নয়। এছাড়া তাজা মাছের গায়ে জোরে ঘষা দিলেও সহজে আঁশ উঠে আসবে না।  


৪. একটা আঙ্গুল দিয়ে মাছের গায়ে চাপ দিন। যদি দেখেন ত্বক একটু দেবে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসছে অর্থাৎ বাউন্স করছে বুঝবেন তাজা। তাজা না হলে দেবেই থাকবে।


৫. তাজা মাছের লেজ ও পাখা শক্ত এবং ভাঙা থাকে না।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us