রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে বেড়েছে পণ্যের দাম। অন্যদিকে ডলার সংকটে ধুঁকছে দেশের ব্যাংকগুলো। এ দুইয়ের প্রভাবে ভাটা পড়েছে আমদানি-রপ্তানি বাণিজ্যে। এতে কমেছে সরকারের রাজস্ব আয়ও।
জানা গেছে, দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরের ৩০ নভেম্বর পর্যন্ত কাস্টমসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৯ হাজার ৯৫৬ কোটি টাকা। কিন্তু এই সময়ে আদায় হয়েছে ২৫ হাজার ৮৬২ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৯৩ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের তথ্যমতে, গত নভেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ হাজার ৬০৪ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৫ হাজার ৫৫৮ কোটি টাকা, যা আগের মাসের তুলনায় ১ হাজার ৪৫ কোটি টাকা কম। এর আগে অক্টোবর মাসেও লক্ষ্যমাত্রার তুলনায় ১ হাজার ৬৩৯ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
রাজস্ব আদায় কমে যাওয়ার মূল কারণ আমদানি কমে যাওয়া। সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকটের কারণে এলসি খোলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
অল্প অর্থের এলসি খুলতেও ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে আমদানিকারকদের।